বিশ্বব্যাপী মহামারীর কারণে প্রায় গোটা একটা বছর আমরা সকলে বিনোদন জগত থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। ২০২০ র শুরুর দিকেই হলগুলি একের পর এক বন্ধ হয়ে যাওয়ায় পিছিয়ে যায় বহু সিনেমার মুক্তি। এই নতুন বছরে তাই মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যাটা অনেক। তবে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি এমন কিছু উল্লেখযোগ্য সিনেমার তালিকা যেগুলো কোনোমতেই মিস করা যায়না। চলুন, দেখে নেওয়া যাক ২০২১ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমাগুলো কি কি।
Radhe ( 13 May 2021)

সলমন খানের স্টারডম যে একবারে অন্য স্তরের সে কথা কেউ অস্বীকার করতে পারবে না। তাঁর অনুগত ভক্তরা আজ অবধি কখনোই নিরাশ করেননি। কিছুদিন আগেই ভাইজান তাঁর ভক্তদের জানিয়েছেন ২০২১ এর ঈদে তাঁর নতুন সিনেমা Radhe মুক্তি পাচ্ছে। মহামারীর কারণে চলচ্চিত্র জগতের যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে আশা করা যায় বক্স অফিসে রাধে নিশ্চয়ই তার কিছুটা ভর্তুকি দিতে সক্ষম হবে। এটি পরিচালনা করেছেন প্রভু দেবা। প্রযোজনা করেছে সলমন খান, সোহেল খান ও অর্জুন অগ্নিহোত্রি। সলমন খান ছাড়াও ছবিতে রয়েছেন দিশা পাটানি, রণদীপ হুডা, জ্যাকি শ্রফ এবং মেঘা আকাশ। ১৩ ই মে ছবিটি মুক্তি পাচ্ছে।
KGF : Chapter 2 ( 16 July 2021)

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় ভাষার সবচেয়ে ব্যয়বহুল ও জনপ্রিয় সিনেমা ছিল KGF Chapter one, সিনেমাটি হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালম ভাষাতেও বিপুলভাবে জনপ্রিয়তা পেয়েছিল। সে কারণে KGF Chapter 2 সর্বভারতীয় স্তরে সকলে বিপুল প্রতীক্ষিত সিনেমা। এটি প্রশান্ত নীল রচিত ও পরিচালিত একটি অ্যাকশন থ্রিলার সিনেমা যা হম্বালে ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দু। মুভিতে রয়েছেন যশ, সঞ্জয় দত্ত, রবীনা টন্ডন, প্রকাশ রাজ প্রমুখ। মুক্তি পাচ্ছে ১৬ জুলাই ২০২১।
Gangubai Kathiawadi ( 30 April 2021)

এই মুহুর্তে বলিউডের একজন অন্যতম ট্যালেন্টড অভিনেত্রী হলেন আলিয়া ভাট। অল্প বয়সেই তিনি অনেক দুঃসাহসিক চরিত্রে সাবলীল ভাবে অভিনয় করেছেন দর্শকদের ভালোবাসা পেয়েছেন। Gangubai Kathiawadi সিনেমাটি অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা ভানশালির সঙ্গে আলিয়ার একটি স্বপ্নের প্রজেক্ট। একটি সত্য ঘটনা অবলম্বনে এস হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ এর কাহিনী নিয়ে পরিচালক সিনেমাটা বানিয়েছেন। সিনেমায় আলিয়া একজন পতিতালয়ের মালকিনের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পাচ্ছে ৩০ জুলাই ২০২১।
Thalaivi ( 23 April 2021)

Thalaivi একটি ভারতীয় বহুভাষিক জীবনী মূলক চলচ্চিত্র যেটি জে জয়াললিথার জীবনের উপর তৈরি হয়েছে। তিনি একজন রাজনীতিবিদ এবং চলচ্চিত্র অভিনেত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে মোট ছয়বার দায়িত্ব পালন করেছিলেন। জয়াললিথার ভূমিকায় অভিনয় করেছে কঙ্গনা রানাওত। ছবিটি একই সঙ্গে হিন্দি,তামিল,তেলেগু ভাষায় তৈরি করা হয়েছে। পরিচালনা করেছেন এ এল বিজয়। মুক্তি পাচ্ছে ২৩ এপ্রিল ২০২১।
Sooryavanshi ( 30 April 2021)

সিনেমাটি পরিচালক রোহিত শেট্টি র সিংহাম ফ্র্যাঞ্চাইজির একটি অংশ। ২০২০ সালে থেকে এটি বহু প্রতীক্ষিত একটি সিনেমা, শেষমেশ ২০২১ এর ৩০ এপ্রিল সিনেমাটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। অক্ষর কুমারকে এবার দেখা যাবে ডিসিপি ভীর সূর্যবংশীর ভূমিকায়। ছবিটি প্রযোজনা করেছেন রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, রোহিত শেট্টি পিকচার্স, ধর্মা প্রোডাকশন এবং কেপ অফ গুড ফিল্মস।
‘83 ( 4 June 2021)

কবির খান পরিচালিত 83 মুভিটি রণভীর সিং এর ফিল্মি ক্যারিয়ারের অন্যতম বৃহৎ একটি সিনেমা হতে চলেছে। ১৯৮৩ সালের কপিল দেবের হাত ধরে ভারতের প্রথমবার বিশ্বকাপ পাওয়ার ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে মুভিটি। এই বছরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রতীক্ষিত এই মুভিটি রিলায়েন্স এন্টারটেইনমেন্ট র ব্যানারে যৌথ ভাবে প্রযোজনা করেছেন কবির খান, বিষ্ণুবর্ধন ইন্দুরি, দীপিকা পাডুকোন এবং সাজিদ নাদিয়াভালা। কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছে রণভীর সিং এবং দীপিকা পাডুকোন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাহির রাজ ভাসিন, সাকিব সালিম, হার্ডি সান্ধু, অ্যামি ভার্ক, জিভা, পঙ্কজ ত্রিপাঠি, বোমান ইরানি প্রমুখ। ছবিটি রিলিজ করার কথা ছিল ১০ এপ্রিল ২০২০ সালে, কিন্তু প্যানডেমিকের কারণে শেষ প্রর্যন্ত মুক্তি পাচ্ছে ৪ জুন ২০২১ এ।
Jersey ( 5 November 2021 )

শাহিদ কাপুর ফ্যানেদের জন্য সুসংবাদ, অনেক দিন পর আবার মুক্তি পেতে চলেছে গৌতম তিন্নামুরি পরিচালিত শাহিদের নতুন সিনেমা জার্সি। বলা বাহুল্য একই নামে ২০১৯ এ মুক্তি পাওয়া তেলেগু ছবির রিমেক বানানো হয়েছে। ছবিতে শাহিদ একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন যে চরিত্রে নানি (Ghanta Naveen Babu) অভিনয় করেছিলেন মূল ভার্সনে। সিনেমাটি প্রযোজনা করেছেন আল্লু আরভিন্দ, আমন গিল এবং দিল রাজু। মুক্তি পাচ্ছে ৫ নভেম্বর ২০২১।
Prithviraj ( 5 November 2021)

শাহিদ কাপুরের Jersey র পাশাপাশি একই দিনে অক্ষয় কুমার নিয়ে আসছেন একটি বিগ ব্যানার মুভি Prithviraj। এটি একটি বিখ্যাত ঐতিহাসিক চরিত্র, চৌহান বংশের শেষ এবং অবশ্যই সবচেয়ে মহান রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান। এই রাজার ভূমিকায় আমরা দেখতে পাব অক্ষর কুমারকে, পাশাপাশি রাজার প্রেমিকা সংযুক্তার চরিত্রে প্রথমবার হিন্দি ডেবিউ করছেন মানুশি চিল্লার। এছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, সোনু সুদ, আশুতোষ রানা, সাক্ষি তনভার প্রমুখ। যশ রাজ ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া ও পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিভেদি। মুক্তি পাচ্ছে ৫ নভেম্বর ২০২১।
Laal Singh Chaddha ( 25 December 2021)

অনেকদিন পর এই বছর ২৫ শে ডিসেম্বর ক্রিসমাসের দিনে আমির খান রুপোলি পর্দায় ফিরছেন Laal Singh Chaddha হয়ে। টম হ্যাঙ্কস অভিনীত ফরেস্ট গাম্পের হিন্দি অভিযোজন হল লাল সিং চাড্ডা। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে এবং এটি একটি ক্লাসিক মুভি হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এটিকে হিন্দি রিমেক হিসেবে খাপ খাইয়েছেন লেখক অতুল কুলকার্নি। পূর্বে ক্রিসমাস ২০২০ তে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু মহামারীর কারণে শুটিং শেষ করা সম্ভব না হওয়ায় ছবিটি ২০২১ এর ক্রিসমাসে মুক্তি পাচ্ছে। প্রযোজনা করেছেন আমির খান প্রোডাকশন এবং ভায়াকম ১৮ স্টুডিওস। মুখ্য ভূমিকায় রয়েছেন আমির খান এবং করিনা কাপুর।
Brahmastra

এই বহুল প্রত্যাশিত সিনেমাটি ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু মহামারীর কারণে তা স্থগিত রাখা হয়। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি এর পর প্রায় ৭ বছর পরে পরিচালক আয়ান মুখার্জির এটি প্রথম প্রজেক্ট। মুখ্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, রনবীর কাপুর, আলিয়া ভাট, মৌনি রায় এবং নাগার্জুন। সিনেমাটির মুক্তির তারিখ এখনো নির্বাচিত হয়নি তবে আশা করা যায় চলতি বছরের শেষের দিকে অথবা ২০২২ এর শুরুতে রিলিজ করবে।
২০২১ এ মুক্তিপ্রাপ্ত আমাদের পছন্দমতো সেরা কিছু সিনেমার তালিকা আপনাদের সামনে রাখলাম। আশা করি তালিকাটি আপনাদের সাহায্য করবে।এগুলো ছাড়াও যদি অন্য কোনও সিনেমা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান।
GIPHY App Key not set. Please check settings