কমেডিয়ান, ইউটিউবার Bhuvan Bam হারালেন নিজের বাবা মা কে। গতকাল ইন্সটাগ্রামে তিনি জানান করোনা ভাইরাস কেড়ে নিল তাঁর পিতা মাতা কে।

- শনিবার ভুবন বাম নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন যে তাঁর বাবা মা গত হয়েছেন।
- পাশাপাশি তিনি এটাও প্রকাশ করেন যে গত একমাস ধরে তাঁর বাবা মা কোভিড 19 ভাইরাস আক্রমণের কারণে অসুস্থতায় ভুগছিলেন।
- রাজকুমার রাও, কোমল পান্ডে, আশিষ চঞ্চলানির মতো তারকারা শোকবার্তা জানিয়েছেন।
কমেডিয়ান এবং বিখ্যাত ইউটিউব সেলিব্রিটি ভুবন বাম গতকাল তাঁর ইন্সটাগ্রামে একটি মর্মান্তিক খবর শেয়ার করেন। 26 বছর বয়সী এই ইউটিউবার একটি দীর্ঘ নোট লিখে Covid 19 এর কারণে তাঁর বাবা মা গত হওয়ার খবরটি প্রকাশ করেন। সাথে শেয়ার করেন বেশ কয়েকটি ছবি এবং একাধিক উত্তরবিহীন প্রশ্ন।
ছবিগুলো শেয়ার করার পাশাপাশি ভুবন লিখেছেন, ” কোভিডের কাছে আমার দুটি লাইফলাইন হারিয়ে গেল। আই আর বাবা কে ছাড়া কোন কিছুই আর আগের মত থাকবেনা। এক মাসের মধ্যেই সবটা এলোমেলো হয়ে গেল, ঘর,স্বপ্ন সবকিছু। আমার মা আমার সাথে নেই, বাবা কে আর পাশে পাবোনা। এখন আবার নতুন করে বাঁচতে শিখতে হবে। ইচ্ছে করছে নাহ “
বাবা মায়ের এই আকস্মিক মৃত্যু ভুবন কে একাধিক প্রশ্নের সম্মুখে এনে দাঁড় করিয়েছে।
ভুবন আরও লেখেন, ” আমি কি আদৌ একজন ভালো ছেলে ছিলাম? আমি কি তাঁদেরকে বাঁচানোর জন্য যথেষ্ট করেছি? আমাকে এই প্রশ্নগুলোর সাথে চিরকাল বাঁচাতে হবে। তাঁদেরকে আবার দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। আমি আশা করি খুব শীঘ্রই দিনটি আসুক।”
ভুবন বাম সর্বাধিক জনপ্রিয় তাঁর বিবি কি ভাইনস (BB KI VINES) ভিডিও গুলির জন্য, যেখানে তিনি একাধিক চরিত্রে অভিনয় করে ছোট ছোট কমেডি স্কেচ তৈরি করেন। ভুবন একজন গায়ক ও বটে। এমনকি তিনি Divya Dutta এর সাথে Plus Minus নামে একটি শর্টফিল্মে কাজও করেছেন।
তাঁর অনুগত ভক্তেরা এবং বিনোদন জগতের মানুষ গভীরভাবে শোকাহত ভুবনের এই ক্ষতির জন্য। প্রচুর মানুষ ইন্সটাগ্রামে শোকবার্তা জানিয়েছেন। আমরা ভুবনের পিতামাতার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
GIPHY App Key not set. Please check settings