কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ভারতে ব্যান হয়ে যাবে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এর মত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া গুলো। গত ২৬ শে মে তার শেষ দিন ও ধার্য করা হয়েছিল। কিন্তু আমরা জানি শেষ পর্যন্ত এগুলোর কোনটাই বন্ধ হয়নি। কিন্তু তার বিনিময়ে এই সোশ্যাল মিডিয়া গুলোকে মানতে হয়েছে ভারত সরকারের কিছু নিয়ম। কি সেই নতুন আইটি নীতি? আসুন জেনে নেই
- দিন কয়েক আগেই একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল যে, কোনও সোশ্যাল মাধ্যমে, যে কেউ, কোনও আপত্তিজনক পোস্ট করলে, অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।
- সেই সঙ্গেই আবার ওটিটি প্ল্যাটফর্মের উপরেও নিয়ন্ত্রণ লাগু করার বিষয়ে নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছিল।
কিছু দিন আগেই কেন্দ্রের দুই মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং প্রকাশ জাভড়েকর একটি সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে ভারতে ওটিটি প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নতুন গাইডলাইন সম্পর্কে বিশদে জানিয়েছিলেন। ফেসবুকের তরফে জানানো হয়েছে যে, ভারত সরকারের নির্দেশ মেনেই কাজ করতে চায় তারা। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে ফেসবুকের তরফে বলা হয়েছে ❝ ভারত সরকারের নতুন নির্দেশিকা আমরা মেনে নিতে চাই। কিন্তু এই বিষয়ে আরও বিশদে কিছু আলোচনার প্রয়োজন। ভারত সরকারের সঙ্গে যত দ্রুত সম্ভব এই নতুন গাইডলাইন নিয়ে আমরা মিটিং করব ❞
চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন তথ্য প্রযুক্তি নিয়মের গাইডলাইনস প্রকাশ করা হয় ভারত সরকারের তরফে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এই নতুন নীতি চালু করার জন্য তিন মাস সময় বেঁধে দিয়ে ডেডলাইন ধার্য করা হয় ২৬ মে। Facebook এবং Google যেখানে ভারত সরকারের এই নতুন IT Rules 2021 মেনে নেওয়ার কথা জানিয়েছে, অন্য দিকে আবার এই নয়া আইনের বিরুদ্ধেই ভারত সরকারকে দিল্লি হাইকোর্ট অবধি নিয়ে গিয়েছে WhatsApp। একমাত্র Koo নামক দেশি সোশ্যাল মিডিয়া অ্যাপ ইতিমধ্যেই ভারত সরকারের নতুন নীতি মেনে নিয়ে, তার প্রক্রিয়াকরণও শুরু করে দিয়েছে। এই নতুন IT RULES 2021 এর আওতায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে একাধিক নিয়ম মেনে চলার কথা বলা হয়। সেইসব নিয়মগুলি কী কী, চলুন একনজরে দেখে নেওয়া যাক।
IT Rules 2021 এর মূল বক্তব্য ঠিক কী কী?
- সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে একজন চিফ কমপ্লায়েন্স অফিসার, একজন নোডাল কনট্যাক্ট পার্সন এবং সর্বদা তদারকির জন্য একজন গ্রিভান্স অফিসার নিয়োগ করতে হবে।
- কেন্দ্রীয় সরকারের নির্দেশ দেওয়ার 36 ঘন্টার মধ্যেই তুলে নিতে হবে আপত্তিজনক কোনও কনটেন্ট।
- কোনও ভাইরাল মেসেজ কে সর্বপ্রথম লিখেছেন বা শেয়ার করেছেন, তার সন্ধান করতে হবে WhatsApp এর মতো ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মকে। মূলত যে কোনো ভুয়ো মেসেজ ট্রেসিংয়ের সুবিধার্থেই এই নতুন নিয়ম।
- ভারত সরকারের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির একজন আধিকারিককে সর্বদা সমন্বয় রেখে চলতে হবে। সরকারের বিভিন্ন নির্দেশ সংস্থার কাছে জানাতে হবে এবং প্রতি মাসে একটি কমপ্লায়েন্স রিপোর্ট পেশ করতে হবে।

IT Rules 2021 কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কে মানতে হবে?
ভারত সরকারের এই নতুন IT Rules মানতে হবে সেই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে যাদের নূন্যতম 5 মিলিয়ন বা 50 লাখ ব্যবহারকারী রয়েছে। তালিকা যথেষ্ট লম্বা। WhatsApp, Facebook, Twitter, Instagram, Koo – এই ধরনের সমস্ত সোশ্যাল মিডিয়াকে মানতেই হবে ভারত সরকারের এই নতুন নিয়ম। চলতি বছরের মার্চ মাসের মধ্যে ভারতে WhatsApp এর ঝুলিতে এসেছে 390 মিলিয়ন ইউজার, Facebook এর কাছে প্রায় 320 মিলিয়ন এবং Twitter এর কাছে রয়েছে প্রায় 17.5 মিলিয়ন ভারতীয় ইউজার। অন্যদিকে দেশি সোশ্যাল মিডিয়া Koo এর ঝুলিতে রয়েছে প্রায় 60 লাখ বা 6 মিলিয়ন ইউজার।

এই নিয়মের কি কোনো ব্যতিক্রম আছে?
কোনও পোস্টের মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে আক্রমণ বা তার ব্যক্তিগত আপত্তির বিষয় নিয়ে আলোকপাত করা হয় বা নগ্নতা সংক্রান্ত বিষয় উঠে আসে, তাহলে নতুন IT Rules 2021 এর মধ্যে থাকা রিড্রেসাল মেকানিজমের আওতায় অভিযোগ জমা হওয়ার 24 ঘন্টার মধ্যেই সেই বিতর্কিত কন্টেন্ট সরিয়ে নিতে হবে। পাশাপাশি সরকারের নির্দেশ এবং কোর্টের অর্ডার অনুযায়ী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে যত দ্রুত সম্ভব তার পদক্ষেপ নিতে হবে। মোদ্দা কথা হল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিকে সরকারের সঙ্গে সবসময় সমন্বয় রেখে চলতে হবে এবং কোনও নির্দেশ আসার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নিতে হবে।
নতুন নিয়মের ফলে গ্রাহকের ব্যবহারে কি কোনও পার্থক্য ঘটবে?
না, এবিষয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারেন। এর ফলে আপনার দৈনন্দিন সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনও পরিবর্তন ঘটবে না। তবে, আপনি যদি বেঁধে দেওয়া নিয়মের বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করেন যেমন – ভুয়ো খবর শেয়ারিং, সেক্সুয়াল কন্টেন্ট শেয়ার বা বিতর্কিত ও আপত্তিকর পোস্টে মন্তব্য করেন তবে বিপদ হতে পারে। কারণ, আগের তুলনায় ভারতের তথ্যপ্রযুক্তি আইন আরও কড়া হতে চলেছে এই নতুন IT Rules 2021 এর সাহায্যে। এই নতুন গ্রিভ্যান্স রিড্রেসাল সিস্টেম এমন ভাবে সাজানো হচ্ছে যাতে খুব সহজেই দোষীকে চিহ্নিত করা যায়।
আরও নতুন খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের হ্যাশট্যাগ বিনোদন চ্যানেল টিকে। পাশে থাকুন।
GIPHY App Key not set. Please check settings