দীর্ঘ লকডাউন পর্ব পেরিয়ে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হওয়ায় সরকার যেই মুহুর্তে সিনেমা হল গুলোতে ১০০ শতাংশ ভর্তির নির্দেশ অনুমোদন করেছেন, তখনই প্রোডিউসার, পরিচালকদের মধ্যে হিড়িক পড়ে গেছে রিলিজের তারিখ নির্বাচন নিয়ে। গোটা একটা বছর কোনো সিনেমা রিলিজ না হওয়ায় প্রতীক্ষারত সিনেমার তালিকাও বেশ দীর্ঘ। আপাতত দেখে নেওয়া যাক বছরের প্রথমার্ধে মুক্তিপ্রাপ্ত কিছু উল্লেখযোগ্য সিনেমার তালিকা।
রিলিজ ডেট সহ সিনেমার তালিকা নীচে দেওয়া হলঃ
Sandeep Aur Pinky Faraar (19 March 2021)

মুভির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া। এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন দিবাকর ব্যানার্জি। যশ রাজ ফিল্মসের ব্যানারে এটি বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশন করা হয়েছে। ২০২০ সালের মার্চ মাসে ছবিটি রিলিজ করার কথা ছিল, কিন্তু নোভেল কোরোনা ভাইরাসের কারণে পিছিয়ে গিয়ে ফাইনালি আগামী ১৯ মার্চ রিলিজ করছে।
Saina (26 March 2021)

বিশ্বের শ্রেষ্ঠ মহিলা ব্যাডমিন্টন প্লেয়ার সায়না নেহভালের জীবনী নিয়ে তৈরি হয়েছে ফ্লিম Saina। এখানে সায়নার ভূমিকায় অভিনয় করেছেন পরিণিতি চোপড়া, এছাড়াও রয়েছেন শ্রদ্ধা কাপুর, পরেশ রাওল, মানভ কল প্রমুখ। আমোল গুপ্তে পরিচালিত এবং টি সিরিজ ও ফ্রন্ট ফুট মোশন পিকচারের ব্যানারে ভূষণ কুমার, কৃষান কুমার ও রাজেশ শাহ প্রযোযিত।
Sooryavanshi ( 30 April 2021)

খিলাড়ি অক্ষর কুমারকে এবার দেখা যাবে ডিসিপি ভীর সূর্যবংশীর ভূমিকায়, রোহিত শেট্টি পরিচালিত নতুন ছবি Sooryavanshi তে। হিরু যশ জোহর,অরুণা ভাটিয়ার সহযোগিতায় শেট্টির প্রযোজনা, ধর্মা প্রোডাকশন ও কেপ অফ গুড প্রোডাকশনের ব্যানারে করণ জোহর ও অপূর্ভা মেহতার প্রযোজিত। ছবিটি মুক্তি পাচ্ছে ৩০ এপ্রিল।
Bunty and Babli 2 ( 23 April 2021)

সইফ আলি খান ও রানি মুখার্জিকে নিয়ে বান্টি অউর বাবলির সিকুয়েল রিলিজ করছে আগামী ২৩ এপ্রিল। যশ রাজ ফিল্মসের ব্যানারে ছবিটি পরিচালনা করছেন নবাগত পরিচালক বরুণ ভি শর্মা।
Chehre (30 April 2021)

প্রথমবার পর্দায় একসাথে দেখতে পাওয়া যাবে অমিতাভ বচ্চন ও ইমরান হাসমি কে, রুমি জাফেরির নতুন থ্রিলার মুভি Chehre তে। স্ক্রিপ্ট লিখেছেন রঞ্জিত কাপুর, প্রযোজনা করেছেন আনন্দ পন্ডিত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ক্রিস্টেল ডিসুজা, রেয়া চক্রবর্তী, সিদ্ধান্ত কাপুর, অন্নু কাপুর, ধৃতিমান চ্যাটার্জি প্রমুখ। এই ছবিটিতে বিগ বি একজন উকিলের চরিত্র এবং ইমরান একজন বিসনেস টাইকুনের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পাচ্ছে ৩০ এপ্রিল।
Radhe ( 13 May 2021)

এই বছরের একটি অন্যতম বিগ বাজেট মুভি হল Radhe। ভাইজান ঈদের উৎসবে তাঁর নতুন অ্যাকশন মুভি নিয়ে হাজির হচ্ছেন ফ্যানদের কাছে। এটি পরিচালনা করেছেন প্রভু দেবা। প্রযোজনা করেছে সলমন খান, সোহেল খান ও অর্জুন অগ্নিহোত্রি। সলমন খান ছাড়াও ছবিতে রয়েছেন দিশা পাটানি, রণদীপ হুডা, জ্যাকি শ্রফ এবং মেঘা আকাশ। ১৩ ই মে ছবিটি মুক্তি পাচ্ছে।
Satyameva Jayate 2 ( 13 May 2021)

এই ছবিটি ২০১৮ সালের মুক্তিপ্রাপ্ত ছবি সত্যমেব জয়তে র সিক্যুয়েল যেখানে অন্যায়ের বিরুদ্ধে ও ক্ষমতার অপব্যাবহারের বিরুদ্ধে সংঘর্ষ দেখানো হয়েছে। মিলাপ জাভেরি পরিচালিত এবং এমি এন্টারটেইনমেন্টের সহযোগিতায় টি সিরিজ প্রযোযনায় Satyameva Jayate 2 ছবিতে জন আব্রাহাম তাঁর বীরেন্দ্র রাঠোরের ভূমিকাতে অভিনয় করেছেন, সঙ্গে নায়িকার ভূমিকায় দিব্যা খোসলা কুমার। ছবিটি মুক্তি পাচ্ছে ১৩ মে।
Bell Bottom ( 28 May 2021)

রঞ্জিত এম তেওয়ারির পরিচালনায় রিলিজ করতে চলেছে একটি নতুন থ্রিলার মুভি Bell Bottom। গল্পটি লিখেছেন অসীম আরোরা এবং পারভেজ শেখ, প্রযোজনা করেছেন পূজা এন্টারটেইনমেন্ট ও এমায়ে এন্টারটেইনমেন্ট। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার ও ভানি কাপুর। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন লারা দত্ত এবং হুমা কুরেশি। মুক্তি পাচ্ছে ২৮ শে মে।
83 ( 4 June 2021)

১৯৮৩ সালের কপিল দেবের হাত ধরে ভারতের প্রথমবার বিশ্বকাপ পাওয়ার ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে কবির খান পরিচালিত 83 মুভিটি। এই বছরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রতিক্ষীত এই মুভিটি রিলায়েন্স এন্টারটেইনমেন্ট র ব্যানারে যৌথ ভাবে প্রযোজনা করেছেন কবির খান, বিষ্ণুবর্ধন ইন্দুরি, দীপিকা পাডুকোন এবং সাজিদ নাদিয়াভালা। কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছে রণভীর সিং এবং দীপিকা পাডুকোন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাহির রাজ ভাসিন, সাকিব সালিম, হার্ডি সান্ধু, অ্যামি ভার্ক, জিভা, পঙ্কজ ত্রিপাঠি, বোমান ইরানি প্রমুখ। ছবিটি রিলিজ করার কথা ছিল ১০ এপ্রিল ২০২০ সালে, কিন্তু প্যানডেমিকের কারণে শেষ প্রর্যন্ত মুক্তি পাচ্ছে ৪ জুন ২০২১।
Shamshera ( 25 June 2021)

শামসেরা একটি পিরিয়ড ড্রামা যা ১৮০০ র দশকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে এক ডাকাত উপজাতির সংঘর্ষের গল্প নিয়ে তৈরি। যশরাজ ফিল্মস প্রযোজিত এবং করণ মালহোত্রা পরিচালিত ছবিটিতে রণবীর কাপুর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন, এছাড়া রয়েছেন সঞ্জয় দত্ত, ভানি কাপুর, রনিত রায় প্রমুখ। এই ছবিটিও কোভিডের কারণে গত বছর মুক্তি পায়নি, এই বছর জুনের ২৫ তারিখ মুক্তি পাচ্ছে।
Gangubai Kathiawadi ( 30 July 2021)

একটি সত্য ঘটনা অবলম্বনে এস হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ এর কাহিনী নিয়ে পরিচালক সঞ্জয় লীলা ভানশালি তৈরি করেছেন তাঁর নতুন ছবি Gangubai Kathiawadi। পতিতালয়ের মালিক, মাফিয়া রানি গাঙ্গুবাই এর চরিত্রে আমরা দেখতে পাব নতুন প্রজন্মের একজন ব্রিলিয়ান্ট অভিনেত্রী আলিয়া ভাট কে। ছবিটি মুক্তি পাচ্ছে ৩০ শে জুলাই ২০২১।
জুলাই মাস অবধি মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকা এখানে দেওয়া হল।পরবর্তী রিলিজের আপডেট পেতে নিয়মিত চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।