in

SadSad

Mandira Bedi : হারালেন স্বামী কে, খুব তাড়াতাড়ি চলে গেলেন রাজ কৌশল

mandira bedi

বলিউড ফিল্ম প্রোডিউসার এবং মন্দিরা বেদির হাসব্যান্ড রাজ কৌশল ( Raj Kaushal) মাত্র 49 বছর বয়সে হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন বুধবার সকালবেলা (June 30) । এই আকস্মিক দুর্ঘটনায় বলিউড শোকস্তব্ধ।

Mandira Bedi and Raj Kaushal
Image Source : Google

মৌনি রায়, রবীনা টন্ডন, রোহিত রায় প্রমুখ সেলেবরা রাজের মৃত্যুর খবর শুনে বুধবার সন্ধ্যায় মন্দিরা বেদির বাড়িতে যান। ২০০৫ সালে My Brother Nikhil নামক ছবিতে রাজ কৌশলের সাথে কাজ করা ফিল্মমেকার ওনির (Onir) প্রথম সোশ্যাল মিডিয়ায় রাজের মৃত্যু সংবাদটি ঘোষণা করেন। তিনি টুইট করেছিলেন ; ” খুব তাড়াতাড়ি বলে গেল। এই সকালে আমরা নির্মাতা ও প্রযোজক রাজ কৌশলকে হারালাম, অত্যন্ত দুঃখিত। আমার প্রথম ছবি My Brother Nikhil ছবির অন্যতম একজন প্রযোজক। যারা আমার দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ছিলেন এবং সমর্থন করেছিলেন তাদের কয়েকজনের মধ্যে অন্যতম একজন। তাঁর আত্মার শান্তি কামনা করি ”

রণিত রায়, অপূর্ব অগ্নিহোত্রি, দিনো মোরিয়া ও আশীষ চৌধুরীর মতো ফিল্মজগতের মানুষজন রাজের অন্তোষ্টি ক্রিয়ায় অংশ নিয়েছিলেন। আরশাদ ওয়ারসি, বোমান ইরানির মতো অভিনেতারা সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা প্রকাশ করেছেন।

1999 সালে Pyar mein kabhi kabhi, 2004 এ Shadi ka Ladoo এবং 2006 এ Anthony Kaun hai নামক তিনটি ছবির নির্মাতা রাজ কৌশল বুধবার সকালবেলা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর স্ত্রী হলেন বিখ্যাত অভিনেত্রী এবং টিভি প্রেজেন্টার মন্দিরা বেদি, তাঁদের দুটি সন্তানও রয়েছে। তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয় শিবাজি গ্রাউন্ড শ্মশানে।

বিজ্ঞাপনে কপিরাইটিং এর কাজ করতে করতে রাজ হিন্দি চলচ্চিত্র জগতে প্রবেশ করে এবং শীঘ্রই সুভাষ ঘাই এবং মুকুল আনন্দের সাথে সহকারী পরিচালক হিসেবে সিনেমায় কাজ করার সুযোগ পান। পাশাপাশি তিনি নিজের প্রযোজনা সংস্থা স্থাপন করেন এবং হিরো হোন্ডা, সার্ফ, নেসলের মতো বড়ো বড়ো বিজ্ঞাপনের প্রযোজনা ও পরিচালনা করেন। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ওনির সঙ্গে মাই ব্রাদার নিখিল ছবিতে প্রযোজনাও করেছেন রাজ। এটি এইচআইভি এবং এইডস নিয়ে আলোচিত প্রথম ভারতীয় চলচ্চিত্র যেখানে গোয়ায় অবস্থিত একজন ভারতীয় সমকামী ডমিনিক ডিসুজা সমকামীদের অধিকার নিয়ে লড়াই করছেন।

গত সপ্তাহে নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, আশীষ চৌধুরী, সাগরিকা ঘাটকে এবং প্রাক্তন ক্রিকেটার জহির খানের মতো বন্ধুদের নিয়ে একটি গেট টুগেদার করেছিলেন রাজ। সেই সময়ের একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে নেহা ধুপিয়া লিখেছেন ; ” রাজ, আমরা আরও বেশি স্মৃতি তৈরি করতে এই ছবিটি তুলেছিলাম, বিশ্বাস করতে পারছি না আপনি আর আমাদের সাথে নেই…… মন্দিরা, তুমি শক্তিশালী মেয়ে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের ভালোবাসা বীর এবং তারার প্রতি…. এটি লিখতে গিয়ে আমি ধাক্কা খাচ্ছি এবং অবিশ্বাস হচ্ছে… RIP Raj “

আরও পড়ুন : Bhuvan Bam এর বাবা মায়ের মৃত্যু Covid 19 ভাইরাসে

What do you think?

Written by Ankita

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings

    Loading…

    0
    10 easy ways to keep yourself healthy

    10 টি সহজ উপায় নিজেকে সুস্থ রাখার, আজ থেকেই শুরু করুন

    Kuch Rang Pyar ke aise bhi season 3

    Kuch Rang Pyar Ke Aise Bhi Season 3 শীঘ্রই Sony Tv তে