Ray Trailer : সত্যজিৎ রায়ের চারটি ছোটগল্পের উপর ভিত্তি করে Netflix এর নতুন সংগ্রহ Ray. ভারতের সেরা কিছু অভিনেতাদের নিয়ে তৈরি করা এই সিরিজে রয়েছেন মনোজ বাজপেয়ী, কে কে মেনন, আলি ফজল, হর্ষবর্ধন কাপুর, শ্বেতা বসু প্রসাদ, অনিন্দতা বোস, গাজিরাজ রাও,বিদিতা বাগ দিব্যেন্দু ভট্টাচার্য প্রমুখ।

মঙ্গলবার ৮ তারিখ নেটফ্লিক্স তার আসন্ন নৃবিজ্ঞান (Anthology) সিরিজের প্রথম ট্রেলার বের করেছে। চমকপ্রদ এই ট্রেলারটিতে সত্যজিৎ রায়ের লেখা চারটি ছোটগল্পের আধুনিক নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যেই ট্রেলারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, তার মুখ্য কারণ অবশ্যই এর কাস্টিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক চৌবে, সৃজিত মুখোপাধ্যায় এবং ভাষাণ বালা। আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।

ট্রেলারটি শুরু হয় Ali Fazal এর গল্প দিয়ে, ‘ফরগেট মি নট’ (Forget Me Not) শীর্ষক গল্পের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আলি। ঈপ্সিত নায়ার নামক একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন উদ্যোক্তা (entrepreneur) যার জীবন সম্পূর্ণ ওলট-পালট যায় যখন তিনি নিজের ক্ষমতা হারতে শুরু করেন। এই গল্পে রিয়া নামক একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন Sweta Basu Prasad. এই পর্বটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়।
স্পটলাইট (Spotlight) শীর্ষক গল্পের মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যায় Harshvardhan Kapoor কে। যিনি অভিনয়ে পারদর্শী না হওয়া সত্ত্বেও সুপারস্টার হয়ে গেছেন। ধীরে ধীরে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়ে তিনি এমন একটা অন্ধকারময় জীবনে প্রবেশ করেন যেখানে নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। এই গল্পটি পরিচালনা করেছেন ভাষণ বালা।

অভিনেতা Kay Kay Menon অভিনীত গল্পটির নাম বহুরুপীয়া (Bahroopiya)। কম্পিউটার ফার্মে 9টা 5টার চাকরি করা ইন্দ্রাশীষ শাহ নামে একজন সাধারণ মানুষের অসাধারণ জীবনের গল্প দেখতে পাওয়া যায়। মেক-আপ আর্টিস্ট হতে চাওয়া এই মানুষটির দক্ষতার ওপর সকলের উদাসীনতায় হতাশ হয়ে তিনি মেক-আপের আড়ালে ছদ্মবেশে অন্য একটি জীবন যাপন করতে শুরু করেন। এই গল্পটিরও পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়।

অন্যদিকে, Manoj Bajpayee কে দেখতে পাওয়া যায় হাঙ্গামা হ্যায় কিউ বারপা (Hungama hai kyon Barpa) শিরোনামের একটি গল্পে। এখানে বাজপেয়ী অভিনয় করছেন একজন খ্যাতনামা গজল গায়ক মুসাফির আলির ভূমিকায়। ট্রেনে তাঁর সাথে সাক্ষাৎ হয় একজন কুস্তিগির ক্রীড়াবিদ সাংবাদিকের যেখানে অভিনয় করেছেন গজরাজ রাও। এই পর্বটির পরিচালনা করেছেন অভিষেক চৌবে।
ট্রেলারটিতে বলা হয়েছে এটি ‘চারটি ক্লাসিক গল্পের আধুনিক পুনর্বিবেচনা ‘ অর্থাৎ চেনা গল্প নতুন মোড়কে পরিবেশন করা হবে। চারটি রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি করা এই সিরিজে স্যাটায়ার থেকে মনস্তাত্ত্বিক থ্রিলারের আভাস পাওয়া যায়।
আরও পড়ুন : Review : The Family Man 2 কতটা জমল?
Netflix এর Anthology সিরিজটি এই চারটি শব্দের মধ্যে আবদ্ধ রয়েছে – অহংকার (Ego), বিশ্বাসঘাতকতা (Betrayal), প্রতিশোধ ( Revenge), হিংসা ( Envy). Ray এর ট্রেলারটি দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন। সিরিজটির প্রিমিয়ার হবে আগামী 25 জুন। দেখতে ভুলবেন না।
GIPHY App Key not set. Please check settings