in ,

‘Rocketry : The Nambi Effect’ : মহাকাশ বিজ্ঞানী হলেন মাধবন

সম্প্রতি প্রকাশ পেল আর মাধবনের নতুন ছবির ট্রেলার – Rocketry : The Nambi Effect । ট্রেলারটি মুক্তি পাওয়ার সাথে সাথেই বলিউডে বেশ সাড়া ফেলে দিয়েছে। তাবড় তাবড় সেলিব্রিটিরা এটা নিয়ে লেখালেখি করছেন। অমিতাভ ও অভিষেক বচ্চন, প্রিয়াংকা চোপড়া, ঋত্বিক রোশন প্রমুখ সেলিব্রিটিরা তাঁদের টুইটার হ্যান্ডেলে অনেক প্রশংসা করছেন। অমিতাভ ‘তিন পাত্তি’ সিনেমায় মাধবনের সঙ্গে কাজ করেছিলেন, তিনি মাধবন কে প্রথমবার পরিচালনার জন্য আশীর্বাদ ও শুভেচ্ছা জানান। বলা বাহুল্য এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি মাধবন ডিরেক্টর হিসেবেও ডেবিউ করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া লন্ডনে বসেই বন্ধু মাধবন কে শুভেচ্ছাবার্তা জানান পরিচালনা ও এমন একটি আকর্ষণীয় বিষয় নিয়ে কাজ করার জন্য।

ট্রেলারটি এখানে দেওয়া হল।

Rocketry | HINDI Trailer | R. Madhavan, Simran Bagga

Amitabh Bachan Tweet

Priyanka Chopra Tweet

ঋত্বিক রোশন স্বীকার করেন রকেট্রি র ট্রেলার দেখে তিনি অত্যাশ্চর্য হয়ে গেছিলেন। তিনি লেখেন -‘ তারা বলেন যে সমস্ত ভালো জিনিসে সময় লাগে। আমি এটিকে ম্যাডি এফেক্ট বলি। এই পাগল সিনেমাপ্রেমী একজন পরিচালক, লেখক ও গল্পকারে পরিণত হয়েছে। রকেট্রির প্লেন কিন্তু কোনোভাবেই মিস করবেন না। ট্রেলারটি উপভোগ করুন।’ গুরু সিনেমায় সহ অভিনেতা হিসেবে কাজ করেছে অভিষেক বচ্চন, তিনি বলেন – ‘বাহ ম্যাডি! অসাধারণ, দারুণ কাজ ভাই। ‘

শুভেচ্ছাবার্তা আসে অভিনেতা ফারহান আখতার ও রিতেশ দেশমুখ এর তরফ থেকেও। দুজনেই মাধবন কে তাঁর নতুন কাজের জন্য শুভেচ্ছা জানান। রিতেশ বলেন এত ভালো ট্রেলার তিনি বহুদিন দেখেননি। এটি অবশ্যই বক্স অফিসে সাফল্য পাবে। মিস্টি শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন দিয়া মির্জা, যিনি মাধবনের প্রথম ছবি ‘রেহনা হ্যায় তেরে দিল মে ‘ এর নায়িকা। সেলেব্রিটি দের এই উচ্ছাস এই সিনেমাটি দেখার আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেবে সেকথা নিশ্চিত।

Rocketry: The Nambi Effect এই মুভিটি তৈরি হয়েছে নাম্বি নারায়ণান এর লেখা আত্মজীবনী ‘Ready to Fire: How India and I survived the ISRO spy case’ শীর্ষক বইটির ওপর ভিত্তি করে। ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ISRO) প্রাক্তন বিজ্ঞানী ও মহাকাশবিদ নাম্বি নারায়ণানের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগে মামলা করা হয়েছিল, তার দরুন তিনি যে মানসিক কষ্টের শিকার হয়েছিলেন সে কথা তিনি বইটির মধ্যে লেখেন। ১৯৯৪ সালে নারায়ণান কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।পরে ১৯৯৯ সালে সুপ্রিম কোর্ট তাঁকে নির্দোষ রায় দেন। ২০১৯ সালে নারায়ণান পদ্ম ভূষণ পুরস্কারে সম্মানিত হন।

In Pic : S. Nambi Narayanan | Image Source : Wikipedia

একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে নাম্বি নারায়ণান বলেন, “আমি মনে করি তিনি আমার চরিত্রটি সম্পূর্ণভাবে কল্পনা করেছেন, এখন আমি পর্দার নাম্বি নারায়ণানের জন্য অপেক্ষা করছি।” সিনেমাটি রচনা,প্রযোজনা ও পরিচালনা করেন মাধবন নিজে। বলা যেতে পারে মাধবন প্রথমবার নিজের পরিচালনায় অভিনয় করছেন, তাঁর সঙ্গে সহ অভিনেত্রী ছিলেন সিমরন বজ্ঞা।


সিনেমাটির রিলিজ ডেট সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব হচ্ছেনা, তবে আশা করা যায় এই বছর পুজোর আগেই মুক্তি পাবে। ট্রেলারটি দেখে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।

What do you think?

Written by Ankita

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings

    Loading…

    0

    2021 সালের সর্বাধিক প্রতীক্ষিত ভারতীয় সিনেমা

    Radhe সিনেমার ভিলেন Sangay Tsheltrim আসলে কে জানেন?