সোমবার ২৪ মে তামিলনাড়ু সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদেকরকে চিঠি লিখে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজটি সমগ্র দেশজুড়ে বন্ধ করার প্রস্তাব দিয়েছেন।

মুক্তির আগেই মনোজ বাজপেয়ীর আমাজন প্রাইম সিরিজ The Family Man 2 অথৈ জলে। তামিলনাড়ু সরকারের মতে পরিচালক রাজ ও ডিকে এই সিরিজটিতে ইলম তামিলদের অত্যন্ত আপত্তিজনক ভাবে দেখিয়েছেন। সোমবার, তামিলনাড়ুর তথ্য প্রযুক্তি মন্ত্রী মনো থাঙ্গরাজ চিঠিতে লেখেন যে আমাজন প্রাইমের এই সিরিজটির সম্প্রচার শুধু তামিলনাড়ুতে নয়, সারা দেশেই বন্ধ করে দেওয়া উচিত।
চিঠিতে লেখা হয়েছে, “আমি হিন্দি সিরিয়াল দ্য ফ্যামিলি ম্যান ২ এর নিন্দনীয়, অনুপযুক্ত এবং দূষিত বিষয়বস্তু আপনার নজরে আনতে চাই, এতে ইলম তামিলদের অত্যন্ত আপত্তিজনক ভাবে চিত্রিত করা হয়েছে। উপরের বর্ণিত সিরিয়ালটির ট্রেলার যা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে প্রকাশিত হয়েছিল তার লক্ষ্য শ্রীলঙ্কার ইলম তামিলদের ঐতিহাসিক সংগ্রামকে কলঙ্কিত ও বিকৃত করা “
দীর্ঘ দুই পাতা চিঠির অপর অংশে রাজ্য সরকার পরামর্শ দিয়েছেন যে সামান্থা আক্কেনেনি, যিনি একজন তামিল-ভাষী অভিনেত্রী তাঁকে সন্ত্রাসবাদী হিসেবে গণ্য করা নির্মাতাদের আরেকটি ইচ্ছাকৃত মূর্খামি। ❝ উদাহরণ স্বরূপ, সিরিয়ালটিতে তামিলভাষী অভিনেত্রী সামান্থাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা বিশ্বজুড়ে তামিলদের অহংকারের ওপর সরাসরি আক্রমণ এবং এই ধরনের প্ররোচিত ও অনিষ্টকর প্রচার কেউ সহ্য করবে না। ❞ চিঠিতে বলা হয়েছে।

The Family Man সিজন 2 ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে 4 জুন। এখানে মুখ্য চরিত্রে মনোজ বাজপেয়ীর সাথে রয়েছে দক্ষিণী তারকা সামান্থা আক্কেনেনি। এটাই নায়িকার প্রথম ওয়েব ডেবিউ। এছাড়াও থাকছেন অভিনেতা শারদ কেলকার, শরিদ হাসমি, গুল পনাগ, আশলেশা ঠাকুর এবং প্রিয়মণি। প্রথম সিজনটি মুক্তি পেয়েছিল 20 সেপ্টেম্বর 2019 সালে।

গল্পে শ্রীকান্ত তিওয়ারি (বাজপেয়ী) একজন মধ্যবিত্ত পরিবারের সাধারণ মানুষ, কিন্তু আদপে তিনি বিশ্বমানের গুপ্তচর। তিওয়ারি জাতীয় গোয়েন্দা বিভাগের একটি বিশেষ দপ্তরে কাজ করেন। প্রথম সিজনে সন্ত্রাসবাদী মুসাকে ধরার জন্য ধুরন্ধর গোয়েন্দা শ্রীকান্ত তিওয়ারি ওরফে মনোজ বাজপেয়ীর অভিনয় দর্শককে মুগ্ধ করেছিল। মুসা রহমান ওরফে দক্ষিণী তারকা নীরজ মাধবের অভিনয়ও দর্শকের নজর কেড়েছিল। দ্বিতীয় সিজনে সেই জায়গাতেই আসছেন সামান্থা আক্কেনেনি। এবারে মহিলা সন্ত্রাসবাদীর সঙ্গে মোকাবিলা করতে হবে সিনিয়র এজেন্ট শ্রীকান্তকে। সামান্থার চরিত্রটিকে কেন্দ্র করে বিতর্ক জমাট বাঁধে। দেখা যাক শেষ পর্যন্ত এই জল কতদূর গড়ায়। এই দ্বিতীয় সিজনে আমরা শেষ বার দেখতে পাব সদ্য প্রয়াত অভিনেতা আসিফ বাসরা কে।
আপনি যদি এই ট্রেলারটি এখনও না দেখে থাকেন তাহলে নিচের লিংকে ক্লিক করুন। এই বিষয়ে আপনার কি মতামত কমেণ্ট করে জানান আমাদের।
GIPHY App Key not set. Please check settings