in

OMG 2OMG 2

The Family Man 2 এর আসল ভিলেন কি অরভিন্দ? কি বলছেন অভিনেতা শারদ কেলকার

Arvind Suchi Lonavala

অভিনেতা শারদ কেলকার জানান, এই দ্বিতীয় সিজনে সুচি অর্থাৎ শ্রীকান্তের স্ত্রীর ব্যবহারে পার্থক্য আসার পিছনে লুকিয়ে আছে লোনাভালা তে সুচি আর অরভিন্দের মধ্যে ঘটে যাওয়া ঘটনা – যা এখনো রহস্য রয়ে গেছে। এই কারণেই সুচির বৈবাহিক সম্পর্কে সমস্যা দেখা দেয়, পাশাপাশি পেশাগত দিক থেকেও সে মানসিক দ্বিধাদ্বন্দে ভোগে।

The Family Man 2 Suchi
Image Source : Google

সম্প্রতি মুক্তি পাওয়া Amazon Prime এর সবচেয়ে জনপ্রিয় সিরিজ হল The Family Man 2, সিরিজটি নিয়ে জল্পনা কল্পনা এখন তুঙ্গে। যাঁরা ইতিমধ্যেই সিরিজটি দেখেছেন তারা সকলেই জানেন কিছু প্রশ্নের উত্তর এই দ্বিতীয় সিজনে পাওয়া যায়নি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, প্রথম সিজনে লোনাভালা তে সুচি আর অরভিন্দের মধ্যে ঠিক কী ঘটেছিল? কী কারণে সুচির মনে অপরাধবোধ জন্মেছে যে তাকে কাউন্সিলারের (Asif Basra) শরণাপন্ন হয়ে হয়েছে এবং নিজের স্বামীর থেকেও সে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই উত্তর আমাদের অজানা।

Arvind the family man 2 spoiler
Image Source : Still from Amazon Prime Video India The Family Man Season 2 Series

ফ্যামিলি ম্যান সিরিজে অরভিন্দ চরিত্রের অভিনেতা শারদ কেলকার বলেছেন, ভক্তদের অধিকাংশই ভাবতে শুরু করেছিল যে অরভিন্দ ই শো এর ‘আসল খলনায়ক’। তিনি মনে করছেন এর কারণ হল গল্পের সুন্দর লেখনী, কাহিনির বুনন এতটাই জমাট যে ভক্ত দের কে এই শো এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে। Bollywood Hungama কে দেওয়া একটি সাক্ষাৎকারে শারদ জানান, ” যেমন প্রথম সিজনের অপারেশন জুলফিকারের কথাই ধরুন, প্রচুর মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে এর পিছনে নিশ্চয়ই অরভিন্দ আছে। কেন আমি প্রথম থেকে এই সিরিজে আছি ; শেষ পর্যন্ত অরভিন্দই ভিলেন হিসেবে প্রকাশিত হবে, তিনি একজন সন্ত্রাসী। “

শারদ আরও বলেন যে দর্শক এই শো এর চরিত্রগুলোর সাথে একাত্ম হয়ে গেছেন, আর এটা খুবই ভালো লক্ষণ। এখানেই একজন অভিনেতা কিম্বা শো মেকারদের সার্থকতা।

এই সমস্ত অনুমান আগের সিজনে করা হয়েছিল। আদৌ কী ঘটেছিল তা আমরা এখনো আমাদের কাছে নেই। দ্বিতীয় সিজনটি শেষ হয় এই জায়গাতে যেখানে সুচি শ্রীকান্তের সাথে কিছু কথা বলার চেষ্টা করে, কিন্তু তা সম্পূর্ণ হয়না। সেটা জানতে অপেক্ষা করতে হবে পরের সিজনটির। শো এর শেষে তৃতীয় সিজনের টিজার যদিও দেখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শ্রীকান্ত তিওয়ারি ওরফে মনোজ বাজপেয়ী একটি সাক্ষাৎকারে জানান যে গল্প প্রস্তুত আছে, তবে তৃতীয় সিজনটি আসতে প্রায় 2 বছর সময় লাগবে।

আরও পড়ুন : Review : The Family Man 2 কতটা জমল?

রাজ ও ডিকে পরিচালিত দ্য ফ্যামিলি ম্যান সিরিজটি দ্বিতীয় সিজন নিয়ে আসে Amazon Prime Video তে। যেখানে সাউথ স্টার Samantha Akkeneni দুর্দান্ত পারফরম্যান্সের সাথে হিন্দি ওয়েব সিরিজে নিজের ডেবিউ করেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন Sharib Hashmi, Priyamani, Dharshan Kumar, Dalip Tahil, Sunny Hinduja, Shahab Ali, Ashlesha Thakur, Vipin Sharma, Asif Basra, Seema Biswas, Shreya Dhanwanthary প্রমুখ।

আরও পড়ুন : Ray Trailer : সত্যজিৎ রায়ের গল্প নিয়ে নেটফ্লিক্সের নতুন সিরিজ ; সাথে এক ঝাঁক তারকা

What do you think?

Written by Ankita

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings

    Loading…

    0
    ray

    Ray Trailer : সত্যজিৎ রায়ের গল্প নিয়ে নেটফ্লিক্সের নতুন সিরিজ ; সাথে এক ঝাঁক তারকা

    Bhuwan Bam Parents Death

    Bhuvan Bam এর বাবা মায়ের মৃত্যু Covid 19 ভাইরাসে