অ্যামাজন প্রাইমের জনপ্রিয় ওয়েবসিরিজ The Family Man 2 এর ট্রেলার রিলিজ হয়েছে। ট্রেলারে তামিল সমাজ কে যেভাবে দেখানো হয়েছে তা নিয়ে সোসাইটির এক অংশ তুমুল আপত্তি জানিয়েছেন।

মনোজ বাজপেয়ী এবং সামান্থা আক্কেনেনির বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান ২ অ্যামাজন প্রাইম ভিডিওতে 4 জুন মুক্তি পাবে বলে জানানো হয়েছে। তার আগে গত ১৯ শে মে বুধবার নির্মাতারা এই শো এর একটি ট্রেলার বের করেন। যদিও ট্রেলারটি অনেক মানুষের মন জয় করেছে, কিন্তু পাশাপাশি বিতর্কের মুখেও পড়তে হয়েছে। মনোজ বাজপেয়ী তাঁর টুইটার হ্যান্ডেলে ট্রেলারটি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হন। নেটিজনেরা মন্তব্য করেছেন এই ট্রেলারটিতে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যকে খারাপ ভাবে চিত্রায়ণ করা হয়েছে। সোসাইটির একটি বিশেষ অংশ এই সিরিজটিকে দোষারোপ করার জন্য সোশ্যাল মিডিয়ায় নেমেছে। তাঁরা এই সিরিজটি ‘তামিল বিরোধী’ বলে নিন্দা করছেন।

অনলাইনে যে ট্রেলারটি রিলিজ করেছে তাতে আমরা দেখতে পাই শ্রীকান্ত তিওয়ারি (মনোজ বাজপেয়ী) এক নতুন ধরনের বিপদের মুখোমুখি হন যার বিপরীতে আছেন সামান্থা আক্কেনেনি অভিনীত একজন কাল্পনিক উগ্রবাদী নেতা। ট্রেলারটি নিয়ে যারা আপত্তি জানিয়েছেন তাদের বক্তব্য এই যে এখানে আক্কেনেনির চরিত্রটিকে একজন জঙ্গি সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তামিলিয়ানদেরকে সন্ত্রাসীদের মতো পর্দায় দেখানো হয়েছে। আক্কেনেনির চরিত্রটি তামিলদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের পক্ষে লড়াই করছে বলে মনে হয়, এটি ১৯৮৩ সালের শ্রীলঙ্কায় সংঘর্ষের একটি লড়াই। অনেকে আবার সিরিজ পরিচালক রাজ ও ডিসি কে জনসাধারণের কাছে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন।

ট্রেলারটি দেখার পরপরই #ShameOnYouSamantha এবং #FamilyMan2_against_Tamils এরকম হ্যাশট্যাগ টুইটারে ট্রেন্ড হতে শুরু করে। একজন টুইটার ব্যবহারকারী লিখছেন “তামিলদের অনুভূতি এবং তামিল ইলমের আদিবাসীদের মুক্তি সংগ্রামের নিন্দা করা বন্ধ করুন।” অন্য একটি টুইটে লেখা “এই সিরিজে যদি তামিল ও ইলম টাইগারদের ক্ষতি হবে এমন কিছু থাকে তাহলে অবশ্যই তামিলদের আঘাত করার কারণে এটা ব্যান করা উচিত। আপনি যদি আমাদের ইতিহাস সম্পর্কে কিছু না জানেন তবে এটা নিয়ে কোনও কথা বলবেন না।”
এই পুরো বিষয়টি নিয়ে অভিযুক্ত করা হয়েছে দক্ষিণ নায়িকা সামান্থা আক্কেনেনি কেও। শো এর নির্মাতারা এখনও এ সংক্রান্ত কোনো সরকারি বিবৃতি প্রকাশ করেনি। অ্যামাজন প্রাইমের তরফেও এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। ইতিমধ্যে আপনি যদি এখনো ট্রেলারটি না দেখে থাকেন তবে নীচের লিঙ্কে ক্লিক করুন।
২০১৯ সালে মুক্তি পেয়েছিল মনোজ বাজপেয়ীর এই ফ্যামিলি ম্যান সিরিজ। এটি একটি অ্যাকশান ড্রামা, যেখানে একজন মধ্যবিত্ত মানুষ শ্রীকান্ত (বাজপেয়ী) তাঁর চাকরি ও পরিবারের দায়িত্বের মধ্যেকার টানাপোড়েনে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে চলে। শ্রীকান্ত কাজ করে জাতীয় তদন্ত সংস্থার (NIA) একটি বিশেষ বিভাগে, এসম্পর্কে তাঁর পরিবার ও ওয়াকিবহাল নয়। পরিবার ও কাজের মধ্যেকার সংঘাতে জর্জরিত হয়ে যাওয়ার গল্পই শোনায় এই ফ্যামিলি ম্যান সিরিজ। দ্বিতীয় সিজনটি চলতি বছরের ফেব্রুয়ারিতে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু পরে তা পিছিয়ে গিয়ে আগামী 4 জুন মুক্তি পাবে ঠিক হয়েছে। ট্রেলারটি দেখে আপনার কেমন লাগলো, কমেন্ট করে জানান আমাদের। আরও নতুন বিষয় সম্পর্কে জানতে হ্যাশট্যাগবিনোদনের সাথে থাকুন।
GIPHY App Key not set. Please check settings