Ugliest Language in India Controversy : ❝কন্নড়দের নিজস্ব একটি ইতিহাস আছে, প্রায় ২৫০০ বছর আগে এই সভ্যতা নিজের অস্তিত্ব নিয়ে এসেছে। যুগে যুগে ভাষাটি কর্ণাটক বাসীদের কাছে গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে,❞ কর্ণাটকের প্রতিমন্ত্রী অরবিন্দ লিম্বাভালি বলেছেন।

গুগল সার্চে কান্নাড়া ভাষাকে ভারতের ‘কুৎসিত ভাষা’ ফলাফল আসায় বিষয়টি ভাইরাল হয় এবং জনতার ক্ষোভের মুখে পড়ে বাধ্য হয়ে গুগল কে ক্ষমা চাইতে হয়েছে।
‘Ugliest Language in India’ অর্থাৎ ভারতের সবচেয়ে কুৎসিত ভাষা কি, এমনটা সার্চ করায় গুগল (Google) সার্চ ইঞ্জিন রেজাল্ট দেখায় কান্নাড়া (Kannada) । রাতারাতি গুগলের এই জবাবের স্ক্রিনশট, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কান্নাড়া ভাষাকে কুৎসিত ভাষার অধীনে রাখার জন্য কর্ণাটক সরকার গুগলের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করার কথা বলে। এই ঘটনার জন্য গুগল ক্ষমা চেয়ে বলে যে সার্চের এই ফলাফলটি তার মতামতকে প্রতিফলিত করে না।
কান্নাড়া ভাষা ভারতের জাতীয় ভাষাগুলোর মধ্যে অন্যতম একটি ভাষা। এই ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ কন্নড় ভাষী মানুষেরা সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়ে #কান্নাড়া সারা দেশে মাইক্রোব্লগিং সাইট, টুইটারে (Twitter) ট্রেন্ড করছে, #কান্নাড়া সকলভাষাররানী এই সমস্ত হ্যাশট্যাগ গুলিও টুইটারে অব্যাহত রেখেছে। তারকা থেকে রাজনীতিবিদ, সাধারণ মানুষ সকলেই গুগলের কাছে এমন ভুলের কৈফিয়ত চান। গুগলের সিইও (CEO) একজন দক্ষিণ ভারতের মানুষ হওয়া সত্ত্বেও এমনটা কি করে হতে পারে? প্রশ্ন তুলেছেন অনেকে।
পরে গুগল (Google) এই ফলাফলটি সার্চ ইঞ্জিন থেকে তুলে নেয় এবং জানায় যে, সার্চ ইঞ্জিনের ফলাফল সবসময় নিখুঁত হয়না।
কর্ণাটকের কান্নাড়া,সংস্কৃতি ও বন দপ্তরের মন্ত্রী অরবিন্দ লিম্বাভালি জানিয়েছেন এই উত্তর দেওয়ার জন্য গুগল কে আইনি নোটিশ পাঠানো হবে। এরপর তিনি টুইটারে নিজের ক্ষোভ প্রকাশ করেন এবং জানান Google কে কান্নাড়া ভাষাভাষী মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।
আরও পড়ুন : সংকটের মুখে The Family Man 2 : নিষেধাজ্ঞা জারি তামিলনাড়ু সরকারের
লিম্বাভালি তাঁর টুইটে আরও বলেন যে, কন্নড় (Kannada) ভাষা কে এখন যদি ভারতের ‘কুৎসিত ভাষা’ (Ugliest Language) হিসেবে চিহ্নিত করা হয়, তবে Google এর এই প্রচেষ্টা শুধুমাত্র কন্নড়ভাষীদের অপমানিত করার জন্য। তিনি সেখানেই গুগলকে উদ্দেশ্য করে (@Google Asap) দ্রুত ক্ষমা চাওয়ার দাবি করেন।
ইতিমধ্যে গুগল একটি স্টেটমেন্ট (Statement) এ জানায় যে সার্চের রেজাল্ট সর্বদা নিখুঁত হয়না। ” কখনও কখনও, ইন্টারনেটে যেভাবে বিষয়বস্ত বর্ণনা করা হয়, তা সঠিক হয়না। বেশ কিছু প্রশ্নে অবাক করা উত্তর দিয়ে থাকে। আমরা জানি এইটা কখনই সঠিক নয়। তবে আমরা আরও সচেতন হওয়ার চেষ্টা করছি। ক্রমাগত আমাদের অ্যালগোরিদমগুলি উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি, এই ঘটনার পর আমরা দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ নিয়েছি ”
গুগল (Google) আরও জানায়, অনুসন্ধানের (Search) ফলাফল গুলি তার মতামতের প্রতিফলন নয়। বলা হয়েছে, ” ভুল বোঝাবুঝি এবং কোনও অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমরা ক্ষমা চাইছি। ”
GIPHY App Key not set. Please check settings