in

Radhe সিনেমার ভিলেন Sangay Tsheltrim আসলে কে জানেন?

প্রথমে আর্মি থেকে বডি বিল্ডিং তারপর তারপর সোজা অভিনয়ে আসা – ভুটানের Sangay Tsheltrim বিশ্বাস করেন মানুষ যতক্ষন না চেষ্টা করছে ততক্ষণ সে জানতেই পারেনা তার ক্ষমতা আসলে কতটা। যাঁরা ইতিমধ্যেই সলমন খানের নতুন ছবি ‘Radhe : Your Most Wanted Bhai’ দেখে ফেলেছেন তাঁরা জানেন লোটা নামের এক ভিলেন চরিত্রে সাংয়ে র অভিনয় অনবদ্য। সাংয়ে জানান তিনি কিভাবে এই সিনেমাটি করার সুযোগ পেয়েছিলেন। ২০১৯ সালে দাবাং-৩ এর শ্যুটিং চলাকালীন একজন বন্ধুর সঙ্গে তিনি সেটে গিয়েছিলেন সলমন খানের সঙ্গে একটা ছবি তুলবেন বলে, সেইখানে দীর্ঘ এক ঘন্টার আলাপচারিতা আজ তাঁর বলিউড ডেবিউ কে সফল করেছে।

Image Source : Google

রাধে মুক্তি পাবার পর সাংয়ে তাঁর জার্নির কথা মিডিয়ায় প্রকাশ করেন। প্রথমে সেনাবাহিনীতে যোগ দেওয়া, তারপর ভুটানের রাজা ও রাজপরিবারের সেবা করা,যা ভুটানবাসীদের কাছে একটি বিরল সুযোগ। এই সময় থেকে তিনি শরীরচর্চার প্রতি অনুরাগী হন এবং তারপর আন্তর্জাতিক প্রতিযোগিতায় একের পর এক মেডেল জেতেন। সাংয়ে বলেন – ‘ ২০১৩ সালে আমি পদত্যাগ করেছি এবং ২০১৪ সালে প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপ ম্যাকাও তে ব্রোঞ্জ পদক পেয়েছি। ২০১৫ সালে, আমি উজবেকিস্তান থেকে আমার স্বর্ণপদক পেয়েছি এবং ২০১৬ সালে আমি আমার পদকটি রক্ষা করেছি। এরপর ২০১৭ সালে আমি মিঃ ভুটান খেতাব জিতেছিলাম এবং আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপে গিয়েছিলাম সেখানে চতুর্থ স্থান পেয়েছিলাম।

Image Source : Google

এরপর যখন তিনি আর প্রতিযোগিতায় অংশ নেবেন না স্থির করেন, তখন তিনি ভূটানের সবচেয়ে বড় জিম খোলেন যার নাম Muscle Factory । তিনি নিজের জমানো অর্থ দিয়ে তিনি এখানে লাগান এবং মাসিক নুন্যতম ফি রাখেন যাতে প্রত্যেকে জিমটি ব্যবহার করতে পারে। তাঁর বন্ধুরা বলেন যে ভুটানের অভিনেতা হওয়ার সমস্তরকম যোগ্যতা তাঁর আছে। অবশেষে ২০১৮ সালে তিনি সিদ্ধান্ত নেন অভিনয় করার। চেষ্টা না করলে কখনোই জানা যায়না, সেই চেষ্টাতেই তিনি জীবনের প্রথম অ্যাকশন মুভিটি করেন এবং সেটি ব্লকবাস্টার হয়। এই সিনেমায় তিনি নিজেও সহ প্রযোজক ছিলেন।

Radhe
Image Source : Google

দ্বিতীয় সিনেমার জন্য সাংয়ে মুম্বাইয়ে যান তাঁর চিত্রপরিচালক বন্ধু হায়দার খানের সঙ্গে দেখা করতে। হায়দার তাঁকে দাবাং ৩ এর সেটে নিয়ে যান। সেখানেই ভাগ্যক্রমে সলমান খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখানে সলমন খুব নম্রভাবে সাংয়ের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাঁরা দুজনেই পছন্দের বিষয় শরীরচর্চা নিয়ে আলোচনা চালান। প্রায় ঘণ্টাখানেক আলাপের পর সাংয়ে প্রিয় তারকার সাথে একটি ছবি তোলার ইচ্ছে প্রকাশ করেন এবং সলমন সেই ইচ্ছে পূরণও করেন। এর দুইমাস পর বন্ধু হায়দার খান তাঁকে ফোন করে জানান যে সলমন তাঁর সিনেমায় সাংয়ে কে একটি চরিত্র করার প্রস্তাব দেন। এভাবেই এই অসম্ভব ঘটনাটি সম্ভবপর হয়, আর এর মূলে আর কেউ নন রয়েছে সকলের প্রিয় সুপারস্টার সলমন খান।

What do you think?

Written by Ankita

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings

    Loading…

    0

    ‘Rocketry : The Nambi Effect’ : মহাকাশ বিজ্ঞানী হলেন মাধবন

    Family Man 2 Release Date

    The Family Man 2 রিলিজ কি পিছিয়ে যাবে? ট্রেলার নিয়ে তুমুল বিতর্কের মুখে